শরৎ রানী স্বপ্ন বোনে

এয়াকুব সৈয়দ | বুধবার , ১ অক্টোবর, ২০২৫ at ১০:৫৭ পূর্বাহ্ণ

সাদা মেঘের পাল তোলা অই আকাশ নীলের গায়

সবুজেরই রঙের মেলায় মনটা ছুঁয়ে যায় ।

শিশির ভেজা সবুজ ঘাসে শিউলি ঘুমায় সুখে শরৎ রানী স্বপ্ন বোনে মায়াময় দুচোখে ।

পাখপাখালির মধুর সুরে

জোনাক জ্বলা বনে

পুকুর পাড়ে ঝিঁঝিঁ পোকা

ডাকে ক্ষনে ক্ষনে।

কাশের বনে ভোরের হাওয়ায়

হৃদয় ওঠে দোলে ঢেউয়ের জলে চলে নৌকা

নদীর কুলে কুলে ।

পূর্ববর্তী নিবন্ধদিল মোহাম্মদ মাস্টার ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ
পরবর্তী নিবন্ধআকাশ-ভরা স্বপ্ন