শরৎ রানী

অপু বড়ুয়া | বুধবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৪ at ৭:০১ পূর্বাহ্ণ

শাপলা ফোটা পদ্ম ফোটা

শিউলি ফোটা দিন

ঋতুর রানী শরৎ এলে

মনটা উদাসিন।

আকাশ জুড়ে মেঘের খেলা

কাশের বনে দোল

মন বলে তুই পদ্যি লেখার

রাফখাতাটি খোল।

শিশির ঝরা সবুজ ঘাসে

পা ছোঁয়াতে সুখ

রাতের বেলা দিঘীর জলে

হাসে চাঁদের মুখ।

রৌদ্র মেঘের লুকোচুরি

বৃষ্টি টাপুর টুপ

শরৎ শোভায় সাজে আমার

বাংলাদেশের রুপ।

পূর্ববর্তী নিবন্ধভাল্লাগে না ধরাবাঁধা
পরবর্তী নিবন্ধশেয়াল গুরু