শরৎ রাণীর কাছে চিঠি

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৪ at ৫:৪৫ পূর্বাহ্ণ

ভাদ্র বলে, আশ্বিন রে চল হাত ধরে একসাথে

খানিক সময় বেড়িয়ে আসি নদীর মোহনাতে।

দুলছে মাথা তুলে হাওয়ায় শাদা কাশের বন

বাউলের একতারার সুরে রাঙিয়ে নেবো মন।

আশ্বিনে কয়, ভাদ্র রে চল হোকনা রে আজ তাই

যেতে যেতে দেখবো পুকুর জলে মাছের ঘাঁই।

দেখবো হাঁসের দলে খুশির ডুব সাঁতারের খেলা

দুপুর কেমন রৌদ্রছায়ায় কাটায় নিঝুম বেলা!

শাপলার হাসি খুশির রাঙা সোনা দীঘির জল

মৃদু ঢেউয়ের আলতো ছোঁয়ায় করছে টলোমল।

ভাদ্র বলে, আশ্বিন রে তোর লাগবে ভালো জানি

নদীর ওপার পাহাড় ঘেঁষে নামছে আকাশখানি।

আশ্বিনে কয়, নীল আকাশে মেঘের নিমন্ত্রণ

শাদা তুলো টুকরো মেঘের দেখবো ছুঁইয়ে মন

আজ আমাদের মন ভালো যা, যায় কেনা দামে

শরৎ রাণীর কাছে চিঠি লিখবো মেঘের খামে।

পূর্ববর্তী নিবন্ধপদ্ম ফোটা বিলে
পরবর্তী নিবন্ধআলো