শরৎ বন্দনা

প্রতিমা দাশ | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

আদুল গায়ে ভেসে বেড়ায়

নীল আকাশের মেঘ

কাশ বাগানের শরত ছুঁতে

তাদের কী উদ্বেগ!

 

নদীর ধারে হেলেদুলে

হাসছে কাশের ফুল

তা দেখে এই ধূসর মেঘের

আমোদ হুলুস্থুল।

 

টুপ টুপা টুপ ঝরে পড়ে

শিউলি গাছের তলে

ভোরের পাখি কূজন করে

বিভোর কোলাহলে।

 

শ্রাবণ দিনের দুঃখ ভুলে

কাশের শাড়ি পরে

দুগ্‌গা মাতা এলো যেনো

এই মেঘেদের ঘরে।

 

শূন্য গোলা ভরে যাবে

সোনা রঙের ধানে

বাজবে বেণু হাসবে কৃষাণ

খুশির আমোদ বানে।

 

দেবী মাতার আরাধনায়

ভাসবে ধূপের ঘ্রাণ

জোছনা মাখা পূর্ণিমা রাত

করবে সুখের স্নান।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে
পরবর্তী নিবন্ধচান মুখে মধুর হাসি