শরৎ চিঠি এয়াকুব সৈয়দ | বুধবার , ২৩ সেপ্টেম্বর, ২০২০ at ১০:৪৯ পূর্বাহ্ণ শরৎ আমায় দিল চিঠি হাজার পাখীর সুরে শিশির ভেজা মেঠো পথে যায় যে হৃদয় জুড়ে। মেঘের ফাঁকে মিঠেল রোদের লুকোচুরি খেলা সবুজ পাতার ডালপালাতে ফুল সুবাসের মেলা। ডাহুক ডাকে নিঝুম দুপুর শালপিয়ালের বনে রূপে মাখা শরৎ সকাল দোলা লাগে মনে।