শরৎ কন্যা শারদীয়া

নাসরীণ রীণা | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৫৯ পূর্বাহ্ণ

শ্বেত বলাকার পাখায় ভর করে

তুমি এলে আমার কাশ বিছানায়

কুমুদ সরোবারে আমি স্নান সারলাম তড়িঘডড়ি

টলটলে প্রেমবারিতে ধুয়ে নিলাম সকল ক্লান্তি

আমি নিজেরে সাজাই ত্বরা শারদীয়া সাজে

নীলাম্বরের কাছ থেকে নিই একটু নীল

আর শুভ্র মেঘের সাদা পাড়ের শাড়ি অঙ্গে জড়াই

কর্ণে দোলাই শালুকদুল

কন্ঠে শাপলা মালা

বেণীর ভাঁজে শিউলি ফোটে

বাজুবন্ধ হয় শেফালি ফুলে

বেলি ফুলের রাখি পরি আর বক ফুলেতে বিছা

শরৎ রাণীর কাছ থেকে আজ ধার নিয়েছি সাজ

এইতো আমি শরৎ কন্যা তোমার শারদীয়া।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধনারী বিশ্বস্ততার প্রতীক