শরৎ এলো সবুজ সোনালী রোদ্দুর নিয়ে
ঘাসের ডগায়। আর গাছের পাতায়
শিশির বিন্দু দিয়ে।
শরতের নির্মল চাঁদ মাটির শ্যামলিমায়
ঢেলে দেয় জ্যোৎসনা ধারা,
শাপলা, কাশ, মাধবী, জুঁই
আনন্দে হলো সারা।
শিশিরে সিক্ত শিউলি ফুল
ঝরে পরে সবুজ ঘাসে,
আকাশের নীল সরোবরে
সাদা পেজা মেঘ ভাসে।
শরতের নীল পাগড়ি সাজে সোনার কলকায়,
ক্ষান্তবর্ষণ প্রকৃতি সাজে হালকা কুয়াশায়।
শরতে নেই বর্ষার গুরুগুরু মেঘধ্বনি
আর ভয়াল রুদ্র কাল বৈশাখী,
আছে ঝরা শেফালি আর ধানের মঞ্জুরীর
মৃদু বাতাসের ধ্বনি।
শরতে হঠাৎ বৃষ্টির ছন্দ বাড়িয়ে দেয় প্রেমিকার হৃদকম্পন,
বৃষ্টির ঝিরঝির শব্দে
হৃদয়ের জলপ্রপাতে হয় সঙ্গম।