শরৎ আভা

অঞ্জলি বড়ুয়া | সোমবার , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ at ৭:১৯ পূর্বাহ্ণ

নীলাভ মেঘের পালক পরা তারারা আজ ছুটিতে

কোথাও কেউ নেই শুধু দুজোড়া চোখ ছায়াপথে।

অহর্নিশ অনড় অবস্থান আড়াল চুপকথা বলছে

নিকষ কালো অথচ কি নিবিড় সুন্দর হেঁটে চলছে।

ইন্দ্রধনুর চাঁদের আলো টোপর পরে ঘূর্ণির রথে

পার হয়ে পৃথিবীর দ্রাঘিমায় ত্রিভুজ আঁকা সলতে

পিদিমজ্বলা নিবু নিবু ফিসফিস শব্দের আকর

তোমার দৃষ্টিতে আবছায়া রঙে ফুটে আমার অধর।

আঁধারে ফুটছে শিউলি, ঘ্রাণে এলো শারদা ভোর

শাদা, নীল, পীতবর্ণ মেঘে, তুলির ঢেউগুলো বিভোর,

সে কি শরৎ এর কাশফুলের নরম চাদর ছুঁতে চায়?

মুক্ত হাওয়ারা অঞ্জলি নিয়ে দুয়ারে স্বাগত জানায়।

পূর্ববর্তী নিবন্ধঅনলাইন জুয়া বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হোক
পরবর্তী নিবন্ধইতিহাস ও ঐতিহ্যমণ্ডিত সন্দ্বীপ