ছুটছে ঘোড়া হাতির পালও
গর্জনে ঠিক বাঘের গালও
আসছে ধেয়ে সামনে,
কুঁজো বুড়ি ভয় পেয়ে যায়
বলছে বাপু থামনে।
কয়েক হরিণ দল মিলিয়ে
মনের সুখে ঘাস গিলিয়ে
তিড়িংবিড়িং নাচছে,
চড়ুই বাতির জ্বলছে উনুন
উড়ছে ধোঁয়া যাচ্ছে।
একটি বিশাল কড়ই গাছে
অচিন পাখি বসেই আছে
দিচ্ছে আবার উড়াল,
আবছা ছবি ভাসছে যেন
কাঠুরিয়ার কুড়াল।
দাদুর মাথায় ঝাঁঝরা চুলে
পাঞ্জাবি গায় হাঁটছে ভুলে
বাজার হাতে ব্যাগে,
দেখছি এসব কল্পনাতে
শরৎ আকাশ মেঘে,