শরৎকালে কাশফুল হাসে
ভরা নদীর বাঁকে,
খালে বিলে সাঁতার কাটে
বালিহাঁসের ঝাঁকে।
নীল আকাশে ভেসে বেড়ায়
শুভ মেঘের ভেলা,
আঙিনাতে খোকাখুকু
হর্ষে করে খেলা।
শিউলি বেলি জুঁই চামেলি
ফোটে ফুলের বাগে,
নানান রঙের পদ্ম শাপলা
দেখে পুলক জাগে।
আমলকী তাল ডেউয়া জলপাই
গাছে অঢেল ধরে,
খেতের সবুজ আমন ধানে
হৃদয় ওঠে ভরে।
সবুজ ঘাসের শিশিরকণা
দেখতে লাগে বেশ,
শরৎকালের রূপের ছটার
মুগ্ধতার নেই শেষ।