শরৎকাল

সাইদুল ইসলাম | শুক্রবার , ২৫ অক্টোবর, ২০২৪ at ৬:৫২ পূর্বাহ্ণ

গুহার ভেতর থেকে উঁকি দিচ্ছি

আর চেটে খাচ্ছি তোমার পায়ের আওয়াজ

এই পথ কোন্‌ দিক দিয়ে চলে গেছে

পথের শেষেই বা কে আছে কোন্‌ ছদ্মবেশে

জানা হবে না

শরতের এই শেষ বেলায়

মানুষপশুপ্রতিমা সবাই তো ভেসে চলেছে

কে কাকে টেনে তুলবে বলো

পূর্ববর্তী নিবন্ধভালোবাসি মা
পরবর্তী নিবন্ধদেখবো বলে