শর্ট সার্কিটের আগুনে পুড়ল চার বসতঘর

মহেশখালী প্রতিনিধি | শনিবার , ১৬ নভেম্বর, ২০২৪ at ৯:২৭ পূর্বাহ্ণ

মহেশখালীতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ বসতবাড়ি ভস্মীভূত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের আদিনাথ মন্দির সংলগ্ন ঠাকুরতলা গ্রামে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

এলাকাবাসীরা জানান, বৃহস্পতিবার রাতে আদিনাথ মন্দির সংলগ্ন ঠাকুরতলা গ্রামের মৃত জাপান চন্দ্র দের স্ত্রী রাণী দের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ঘনবসতির পার্শ্ববর্তী ঘরে ছড়িয়ে পড়ে। এতে প্রতিবেশী মৃত সুরেশ লালের পুত্র পলাশ দে, মৃত প্রবীর সেনের স্ত্রী অঞ্জলি রাণী দে, মৃত স্বপন চন্দ্র দের স্ত্রী লক্ষী রাণী দের বসতবাড়ি পুড়ে ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পার্শ্ববর্তী বাড়ি মালিক অঞ্জলি রানী দের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা, পলাশ দের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫ লাখ টাকা ও লক্ষী রানী দের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ৪ পরিবারই বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মিকি মারমা জানান, ক্ষতিগ্রস্তদের সাধ্যমত সহযোগিতা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় গুমাইঝিলের অবৈধ স্থাপনা উচ্ছেদ
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ের শেখ মুজিব শিল্পনগর এখন জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল