শর্টস থেকে কি মুখে পুরেছিলেন রোনালদো

| রবিবার , ২৭ নভেম্বর, ২০২২ at ৮:৫৯ পূর্বাহ্ণ

কাতার বিশ্বকাপ জয়ে শুরু করেছে পর্তুগাল। ঘানাকে তারা ৩-২ গোলে হারিয়েছে। পেনাল্টি থেকে গোল করে সেই ম্যাচে ইতিহাস গড়েন দলের সেরা তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। পাঁচটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির তিনি বাদে নেই আর কোনো ফুটবলারের। তবে ঘানার বিপক্ষে রোনালদো এমন কিছু করেছেন, যেই রহস্যের জট খুলতে ব্যস্ত অনেকেই। খেলার এক মুহূর্তে নিজের শর্টসে পাঁচ সেকেন্ডের মতো সময় বাঁ হাত ঢুকিয়ে নড়াচড়া করতে দেখা যায় রোনালদোকে। সেই শর্টস থেকে কিছু একটা বের করে সেটা মুখে পুরে চাবিয়েছেনও তিনি। সাধারণত শর্টসের ভেতরে কোনো পকেট থাকে না। তাই অনেকটাই নিশ্চিত নিজের অন্তর্বাস থেকে খাবারটা বের করেছিলেন রোনালদো। যদিও সেটা কোন ধরণের খাবার সেটা এখনও কেউই নিশ্চিত হতে পারেননি।
আউটকিকের লেখক মার্ক হ্যারিসের মতে, রোনালদোর কাছে চকলেটের ছোট টুকরা ছিল। ম্যাচ চলাকালীন নিজের সুগার লেভেল ঠিক রাখতে এটি খেয়েছিলেন তিনি। ম্যাচ চলাকালীন খেলোয়াড়দের রহস্যজনক কিছু মুখে দেওয়ার দৃশ্য অবশ্য নতুন নয়।

পূর্ববর্তী নিবন্ধপটিয়াকে হারিয়ে শিরোপার পথে আরো এক ধাপ এগিয়ে গেল কিষোয়ান
পরবর্তী নিবন্ধবিশ্বকাপে প্রথম গোল করে কাঁদলেন লেভানদোভস্কি