শরীয়ত ও তরিকত চর্চার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জন করতে হবে

কর্মশালায় সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী

| শনিবার , ২৩ নভেম্বর, ২০২৪ at ১০:১৫ পূর্বাহ্ণ

শরীয়ত ও তরিকত চর্চার মাধ্যমে নিজ নিজ আত্মশুদ্ধি অর্জন করার জন্য আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারীর (শাহ এমদাদীয়া) সদস্যদের নির্দেশনা দিয়েছেন সংগঠনের সহসভাপতি ও নায়েব সাজ্জাদানশীন, মোন্তাজেম ও দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউট (ডিরি)’র ম্যানেজিং ট্রাস্টি সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী। গতকাল শুক্রবার ফটিকছড়ি মাইজভাণ্ডার দরবার শরীফে অনুষ্ঠিত দারুল এবলাগ শীর্ষক প্রচার ও বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ আাহ্বান জানান। হযরত গাউছুল আজম মাইজভাণ্ডারীর তরিকা ও আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) হাটহাজারী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, কর্ণফুলী, আনোয়ারা ও বাঁশখালী উপজেলা কার্যকরী সংসদ এবং এর আওতাধীন বিভিন্ন শাখা দায়রা ও খেদমত কমিটির সদস্যদের নিয়ে চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উদ্যোগে দারুল এবলাগ শীর্ষক প্রচার ও বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়। দারুল এবলাগ শীর্ষক প্রচার ও বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গাউছিয়া আহমদিয়া মঞ্জিলের সাজ্জাদানশীন হযরত মওলানা শাহছুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (.)। কর্মশালা শেষে দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত পরিচালনা করেন তিনি। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী (শাহ এমদাদীয়া) চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের সভাপতি হুমায়ুন কবির চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শেখ শাকিল মাহমুদ ও দপ্তর সম্পাদক আবদুল করিমের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য দেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের যুগ্মসচিব অধ্যাপক মুহাম্মদ মেজবাউল আলম ভূঁইয়া ও চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের দারুততায়ালীমের সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল মনছুর।

কর্মশালায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ এনামুল হক বাবুল, দপ্তর ও পাঠাগার সম্পাদক মুহাম্মদ আহসানুল হক বাদল, চট্টগ্রাম জেলা কার্যকরী সংসদের উপদেষ্টা আমির হোসেন বহদ্দার ও ডা. ফরিদুল ইসলাম, কোষাধ্যক্ষ এ.এম. কামাল উদ্দীন, দারুত তায়ালীম সম্পাদক মওলানা মুহাম্মদ সালাহ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী, জনসংযোগ ও প্রচার সম্পাদক নুরুল কবির, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ আবুল কাশেম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক খায়রুল ইসলাম সুজন, চট্টগ্রাম মহানগর কার্যকরী সংসদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সোহেল চৌধরী ও লন্ডনের পোর্টসমাউথ জামে মসজিদের খতিব শায়খ মুহাম্মদ মুহিউদ্দীন আযহারী। দারুল এবলাগ শীর্ষক প্রচার ও বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালায় বিভিন্ন শাখা দায়রা ও খেদমত কমিটির ১২০০ সদস্য অংশগ্রহণ করেন। কর্মশালায় মিলাদ পরিচালনা করেন দারুত তায়ালীমের প্রধান শিক্ষক মওলানা জয়নাল আবেদীন ছিদ্দিকী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমাওলানা নেছার আহম্মদের ইন্তেকাল
পরবর্তী নিবন্ধইপিজেডে অগ্নিদুর্গত পরিবারের মাঝে জামায়াতের টিন বিতরণ