আজ সকালে ঘুম ভেঙেছে পাখির গানে
কী এক ভালো লাগার ঘোরে বাইরে টানে
মনটা কেমন কেমন করে বলছি কি আর
একটা দৌড়ে গেলাম আমি ঐ নদীর পাড়।
দেখছি শাদা কাশের ফুলে ভরে আছে
কী অপরুপ লাগছে ভারী আমার কাছে
দূর আকাশে উড়ছে পাখি ডানা মেলে
ঘাসফডিংয়ের ওড়াউড়ি যাচ্ছে খেলে।
শরত কালের ছবি দেখি চারিপাশে
কুয়াশা হাসে মাঠের সবুজ ঘাসে ঘাসে
মাঠে মাঠে কৃষক বোনে ধানের চারা
নবান্নাতে উঠবে জেগে আবার পাড়া।