শরতের গান

ইকবাল বাবুল | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৫:৩৪ পূর্বাহ্ণ

ডাক শুনে মোরগের যেই ভাঙে ঘুম

ভোরটাকে মনে হয় পুরোই মাছুম

কানে আসে পাখিদের মনকাড়া সুর

গায়ে লাগে মিঠে মিঠে হাওয়া ফুরফুর

নীলাকাশে কী যে হাসে শরতের মেঘ

উচ্ছাসে চারপাশে ছড়ায় আবেগ

বিস্ময়ে আমি তাই থাকি শুধু চেয়ে

ঝরে পড়ে মুগ্ধতা চোখ বেয়ে বেয়ে

হেসে ওঠে বনানীর লতা পাতা ফুল

একসাথে ডাকে তারা বাবুল বাবুল

শুনে আমি পা বাড়াই মাড়িয়ে সে ঘাস

কোত্থেকে আসে এতো খুশি একরাশ

কোত্থেকে ভেসে আসে শিউলির ঘ্রাণ

আমার যে উতলিয়ে ওঠে পুরো প্রাণ

কী যে এক ভালো লাগা কী যে এক টান

নিসর্গে শুনি আমি শরতের গান।

পূর্ববর্তী নিবন্ধখুশি দোলে শরতের কাশ বনে
পরবর্তী নিবন্ধএকজন রাঁধুনি