সেদিন সমুদ্র সৈকতে
অনেক কথা বলার ছিল
দীর্ঘক্ষণ একসাথে পথ চলার পরেও
দ্রুত ফুরিয়ে গেল সময়!
সময় যেন এক বহতা নদী
থেমেই সে তো থাকে না
তোমাদের সবার এত ব্যস্ততা
তাই আমি যেন নির্বাক নিঃশব্দ প্রকৃতি,
সময় এবং ভালোবাসার বটবৃক্ষ
অধীর আগ্রহে অপেক্ষার দিন গোনা
অবশেষে ক্ষীণ উপস্থিতির মাঝেও
সীমাহীন পাওয়া!
শরতের এই সুনীল আকাশ
ক্ষুদ্র ক্ষুদ্র মেঘের ভেলা
নীলিমায় নীল আকাশে বলাকারা
উড়ে চলেছে গন্তব্য পানে
সবুজ মাঠে সাদা কাশ–ফুল
শরতে প্রকৃতির অপরূপ সাজে
আকাশকে এতো মায়াময় লাগে!
আর কখনো তেমন মনে হয়না!
সোনালি ধানের খেত,
কাশের বনে ঢেউখেলা
উজ্জ্বল দুপুর, সুনীল আকাশে
বিক্ষিপ্ত সাদা মেঘ মনে হয়
সারাদিন ধরে শুধু দেখে যাই
শরতের মায়াবী আলো।
স্নিগ্ধ ছায়ানটে
কোথাও যেন রাগিনী বাজে!
ভুলে যাই কারো অপেক্ষায় কেটে গেছে
অনেকটা সময়। অবশেষে এলে
কিন্তু অপেক্ষার মানুষটি ক্লান্ত পরিশ্রান্ত
নিজের কাছেই নিজেই হেরে গেল
হারিয়ে গেল স্বপ্নের মিথ্যে ভালোবাসা
কখনো কি সে নিজেও এমনি করেই
কারো আশা নিরাশার ভালোবাসাকে
অবহেলা করেছিল? হয়তোবা তাই
আপনমনে সান্ত্বনা খুঁজে ফিরে
কিন্তু হতাশায় মন ভরে যায়!
সন্ধ্যা ঘনিয়ে এলো, চারপাশে অন্ধকার
গোধূলির এই লগ্নে
পৃথিবী যেন অচেনা মনে হয়
হৃদয়ের সব বেদনা হারিয়ে গেল
সমুদ্রের গর্জনের কোলাহলে।