আকাশে ঝোলে এক শূন্য আয়না নীরবভাবে
যেখানে রোদ ছদ্মবেশী, আলোও নিঃশব্দ।
মেঘেরা মুখোশ পরে হেঁটে যায় দিগন্তে
তাদের ছায়ায় লুকিয়ে থাকে কালো ইতিহাস।
কাশবনের দোল যেন মৃত আত্মার শ্বাস,
পাখির গানে বাজে পরিত্যক্ত প্রার্থনার সুর।
শিশিরের প্রতিটি বিন্দু যেন অশ্রুর অক্ষর,
যা ভোরের আলোতেও মুছে যায় না কখনো।
শরৎ এক রহস্য — শূন্যতার নীল সেতু,
প্রতিটি সাদা ফুলে লুকায় অনন্তের সূত্র।
অদৃশ্য কোনো হাত বাজায় নক্ষত্রের বাঁশি
মানুষ তখন শোনে নিজের অচেনা প্রতিধ্বনি।