শরতের অদৃশ্য আয়না

নাহিদ সুলতানা | সোমবার , ১ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৪ পূর্বাহ্ণ

আকাশে ঝোলে এক শূন্য আয়না নীরবভাবে

যেখানে রোদ ছদ্মবেশী, আলোও নিঃশব্দ।

মেঘেরা মুখোশ পরে হেঁটে যায় দিগন্তে

তাদের ছায়ায় লুকিয়ে থাকে কালো ইতিহাস।

 

কাশবনের দোল যেন মৃত আত্মার শ্বাস,

পাখির গানে বাজে পরিত্যক্ত প্রার্থনার সুর।

শিশিরের প্রতিটি বিন্দু যেন অশ্রুর অক্ষর,

যা ভোরের আলোতেও মুছে যায় না কখনো।

 

শরৎ এক রহস্য শূন্যতার নীল সেতু,

প্রতিটি সাদা ফুলে লুকায় অনন্তের সূত্র।

অদৃশ্য কোনো হাত বাজায় নক্ষত্রের বাঁশি

মানুষ তখন শোনে নিজের অচেনা প্রতিধ্বনি।

পূর্ববর্তী নিবন্ধমাদকমুক্ত সমাজ গঠনে করণীয় তরুণদের উদ্যোগ ও চ্যালেঞ্জ
পরবর্তী নিবন্ধজাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণে