শরতে আফিফা হোসাইন | বুধবার , ২৯ সেপ্টেম্বর, ২০২১ at ৫:১৩ পূর্বাহ্ণ (৩২,১০৮) সাদা সাদা কাশফুল আছে যে ফুটে, সুন্দর এ ছবি দেখে মন নেচে যে ওঠে। চারিদিকে কত ফুল রঙে রঙে ভরা, খুশিতে যে ভরে আছে আমাদের এ ধরা।