সীতাকুণ্ড পৌর বাজারের ব্যবসায়ী ও পত্রিকার এজেন্ট নিউজ কর্ণারের মালিক শম্ভু কুমার নাথ (৫০) গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হৃদক্রিয়ায় আক্রান্ত হয়ে পরলোকগমন করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র, ১ কন্যাসহ অনেক আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ওইদিনই সন্ধ্যায় ছোট দারোগারহাট গুলগুলা বাজারের নিজ বাড়িতে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বারৈয়াঢালা ইউপি চেয়ারম্যান রেহান উদ্দিন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, সীতাকুণ্ড পৌর দোকান মালিক ব্যবসায়ী সমিতি ও সীতাকুণ্ড পত্রিকার হকার নেতৃবৃন্দ শোক জানিয়েছে।