শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট

| বৃহস্পতিবার , ১৩ মার্চ, ২০২৫ at ১০:১৪ পূর্বাহ্ণ

রাজধানীর উত্তরা পূর্ব থানায় করা একটি মামলায় অভিনেত্রী ও উদ্যোক্তা শমী কায়সারকে জামিন দিয়েছে হাইকোর্ট বিভাগ। বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শমী কায়সারের জামিন প্রশ্নে জারি করা রুল যথাযথ ঘোষণা করে গতকাল রায় দেন। আদালতে শমী কায়সারের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম হামিদুল মেজবাহ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জিসান হায়দার ও সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল। খবর বাসসের।

এর আগে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ অভিনেত্রী শমী কায়সারকে জামিন দেন। তবে রাষ্ট্র পক্ষের আবেদনে সে জামিন স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। পরবর্তীতে আপিল বিভাগ জামিন স্থগিতের আদেশ বহাল রেখে হাইকোর্টে রুল শুনানির নির্দেশ দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই ইশতিয়াক মাহমুদ নামের এক ব্যবসায়ীকে হত্যার চেষ্টা হয়। ওই ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর উত্তরা পূর্ব থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। সে মামলায় শমী কায়সারকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে রিমান্ড শেষে শমী কায়সারকে গত ৯ নভেম্বর কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত।

পূর্ববর্তী নিবন্ধকলেজ থেকে আর্থিক সুবিধা পাবেন না গভর্নিং বডির সদস্যরা
পরবর্তী নিবন্ধরক্তক্ষয়ী সংঘর্ষে ৩৪৬ জিম্মি মুক্ত, নিহত ৩৩ বিদ্রোহী