শব্দ দূষণ রোধকল্পে চট্টগ্রাম নগরী ও জেলায় গতকাল মোবাইল কোর্ট পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সাথে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধেও অভিযান চলে।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাসের নেতৃত্বে নগরের সিটি গেট এলাকায় শব্দ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনার সময় ৩২টি মামলায় ৫৫,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোট ৫১টি হাইড্রোলিক হর্ণ জব্দ ও পরে ধ্বংস করা হয় এবং সচেতনতা বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ করা হয়। এদিকে পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চল হাটহাজারী থানা পুলিশের সহায়তায় নন্দীর হাট এলাকায় শব্দ দূষণ রোধকল্পে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এই সময় গাড়ির শব্দ দূষণ রোধে ৪ টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ১৭৫ টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ধ্বংস করা হয়।
এছাড়া পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চল, গবেষণাগার ও চট্টগ্রাম জেলা কার্যালয় যৌথভাবে হাটহাজারী উপজেলার চৌধুরীহাট এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে। মোবাইল কোর্টে ৩ টি মামলায় ৪,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্টে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম গবেষণাগার ও চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম।












