শব্দ দূষণ নয়, নীরবতাও বিপজ্জনক

নোহা নেছার অন্নি | মঙ্গলবার , ২১ অক্টোবর, ২০২৫ at ৫:৩৭ পূর্বাহ্ণ

আজকের ব্যস্ত নগর জীবনে আমরা প্রায় শব্দ দূষণের কথা শুনি, কিন্তু এর বিপরীতে এক নতুন ও নীরব বিপদ ধীরে ধীরে বাড়ছে তা হলো নীরবতা দূষণ। অতিরিক্ত একাকীত্ব, যোগাযোগহীনতা, মানসিক দূরত্ব এবং ভার্চুয়াল জীবনে সীমাবদ্ধ হয়ে পড়া মানুষ আজ শব্দের চেয়ে নীরবতার ভয় বেশি অনুভব করছে। আগে মানুষ পরস্পরের সঙ্গে কথা বলতো, জীবনের গল্প ভাগ করত। এখন সে স্থান নিয়েছে নিঃসঙ্গতা ও ডিজিটাল পর্দা। এই নীরবতা মানসিক চাপ, হতাশা, উদ্বেগ ও সম্পর্কের অবক্ষয়ের জন্ম দিচ্ছে। তাই আজ শব্দদূষণ যতটা নয় তার চেয়েও বেশি ভয়াবহ হয়ে উঠেছে এই নীরবতা দূষণ যা মানুষের মনের গভীরে অদৃশ্য ক্ষত তৈরি করছে। একসময় আমরা সবথেকে পালাতে চাইতাম, এখন শব্দের জন্য আকুল হয়ে থাকি। একসময় শান্তি মানে ছিল নিঃশব্দতা, এখন নিঃশব্দতা মানে আতঙ্ক, নিঃসঙ্গতা।

পূর্ববর্তী নিবন্ধদ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি: সাধারণ মানুষ হতাশ
পরবর্তী নিবন্ধঢাকা এয়ারপোর্টে হয়রানি