শব্দ দূষণ বলতে মানুষের বা কোনো প্রাণীর শ্রুতিসীমা অতিক্রমকারী কোনো শব্দ সৃষ্টির কারণে শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। যানজট, কলকারখানা থেকে এসব শব্দ দূষণের উৎপত্তি হয়। শব্দদূষণের অন্যতম প্রধান কারণ হলো গাড়ির হর্ন। আমাদের ড্রাইভাররা প্রয়োজনীয় জায়গার চেয়েও অপ্রয়োজনীয় যায়গায় হর্ন বেশি ব্যবহার করে। কলেজ থেকে ক্লাস কোনোভাবে শেষ করে আর বাসায় পড়ার সুযোগ থাকে না ব্যথায়। শব্দদূষণের কারণে দুশ্চিন্তা, উগ্রতা, উচ্চ রক্তচাপ, টিন্নিটাস, শ্রবণশক্তি হ্রাস, ঘুমের ব্যাঘাতসহ অন্যান্য ক্ষতিকর ও বিরূপ প্রতিক্রিয়া ঘটতে পারে। এছাড়াও, অন্যান্য শারীরিক প্রতিক্রিয়া হিসেবে স্মরণশক্তি হ্রাস, মানসিক অবসাদ ইত্যাদি হতে পারে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে এবং চিন্তা করতে হবে আমার দ্বারা যেন অন্যের ক্ষতি না হয়। তাই আমাদের ড্রাইভার ভাইদের সহ সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত থাকা মানুষদের অতিরিক্ত হর্ন বাজানোর ভয়াবহতা সমন্ধে অবগত করতে হবে এবং তাদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে একটি সুন্দর যোগাযোগ ব্যবস্থা তৈরি করতে হবে। এছাড়াও, আমরা রাস্তার মধ্যে সতর্কতামূলক চিত্র অঙ্কন করে তাদের অবগত করতে পারি। যথাযথ কর্তৃপক্ষের কাছে অনুরোধ রইল যেন দ্রুত অতিরিক্ত হর্ন বাজানোর মতো সমস্যার সমাধানে ব্যবস্থা নেওয়া হয়।
ফাহমিদা জামান
শিক্ষার্থী, বাংলা বিভাগ, সরকারি মহিলা কলেজ চট্টগ্রাম।