আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস-২০২১ উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত কর্মশালায় শব্দদূষণের ক্ষতি এড়াতে সচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপ জরুরি বলে মন্তব্য করেছেন বক্তারা। মঙ্গলবার ভার্চুয়ালি এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক নূরুল্লাহ নূরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান। কর্মশালায় মুখ্য আলোচক ছিলেন স্টামফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর ড. আহমদ কামরুজ্জামান মজুমদার, নাক, কান ও গলা বিশেষজ্ঞ ডা. নাসির উদ্দিন। এতে পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে প্রবন্ধ উপস্থাপন করেন এ কার্যালয়ের উপ পরিচালক মিয়া মাহমুদুল হক।