শব্দচারী আবৃত্তি অঙ্গনের বর্ষপূর্তি ও আবৃত্তি সন্ধ্যা

| রবিবার , ৯ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:৩৮ পূর্বাহ্ণ

হৃদয়েসৃজনেকণ্ঠে’ স্লোগানে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে শব্দচারী আবৃত্তি অঙ্গনের দ্বিতীয় বর্ষপূর্তি ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। রাশেদ মুহাম্মদের সঞ্চালনা এবং কবি ও সম্পাদক মাঈন উদ্দিন জাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাট্যকার ও নাট্য নির্দেশক হান্নান সাগর এবং আমন্ত্রিত আবৃত্তিশিল্পী ছিলেন বাচিকশিল্পী অধ্যাপক ইকবাল সাকী।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাচিকশিল্পী শাওকী ইবনে সাফওয়ান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শব্দচারী আবৃত্তি অঙ্গনের এই উদ্যোগ সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আবৃত্তির মতো শৈল্পিক মাধ্যম তরুণদের সৃজনশীলতা ও সুস্থ চিন্তাধারাকে উদ্বুদ্ধ করবে। তবে আধুনিকতার আকর্ষণে কিংবা প্রমিত বাংলার প্রয়োগে যেন আমাদের নিজস্ব সংস্কৃতি হারিয়ে না যায় বা আমরা শিকড় ভুলে না বসিএ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

সন্ধ্যার মনোমুগ্ধকর পরিবেশনায় একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি ও গীতি আলেখ্য পরিবেশিত হয়। শব্দচারী আবৃত্তি অঙ্গনের পরিবেশনায় এবং রাশেদ মুহাম্মদের নির্দেশনায় পরিবেশিত হয় বৃন্দ আবৃত্তি ‘আমাদের দ্রোহের স্বর তাদের বিরুদ্ধ’। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, শব্দচারীর শিশু বিভাগ এবং মুক্তকানন শিশু কিশোর আবৃত্তি কেন্দ্র তাদের পরিবেশনা উপস্থাপন করে। একক আবৃত্তি পরিবেশন করেন আরমানউজ্জামান, রাশেদ মুহাম্মদ, শাওকী ইবনে সাফওয়ান, সাইমুম মুরতাজা, মো. ওয়াসিম, আবসার তানিম, কামরুল হায়দার চৌধুরী, হৈমন্তী শুক্লা ধর, এস. এম. হামিদ, সলিম উল্লাহ, ওয়াহিদুল ইসলাম, তানভীর সিকদার, গিয়াস উদ্দিন আল মামুন, নাহিম নুপুর, শাহাদাত হোসাইন, সাইদুল রাকিব, আরিবা ও আমিমা। গান পরিবেশন করেন প্রমিতা বড়ুয়া, উম্মে তাসমিয়াহ এবং গোলাম মোস্তাফা। শব্দচারী আবৃত্তি অঙ্গনের এই সফল আয়োজন দর্শকশ্রোতাদের মুগ্ধ করে। উপস্থিত অতিথিরা সংগঠনটির সৃজনশীলতা ও আবৃত্তিচর্চার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ ধরনের আরও সাংস্কৃতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ ইটভাটাকে ৬ লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধঢাবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় একই প্রশ্ন বারবার