শবে বরাত কবে জানা যাবে আজ

| রবিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৮ পূর্বাহ্ণ

১৪৪৫ হিজরি সনের পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণ এবং পবিত্র শাবান মাসের চাঁদ দেখার লক্ষ্যে আজ রোববার জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সোয়া ৬ টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। খবর বাসসের।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। টেলিফোন নম্বর : ০২২২৩৩৮১৭২৫, ০২৪১০৫০৯১২, ০২৪১০৫০৯১৬ ও ০২৪১০৫০৯১৭। ফ্যাক্স নম্বর : ০২২২৩৩৮৩৩৯৭ ও ০২৯৫৫৫৯৫১।

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় কানায় কানায় পূর্ণ আগ্রহ সৃজনশীল বইয়ে
পরবর্তী নিবন্ধরাত গভীর হলে তারা বের হয় সিএনজি টেক্সি নিয়ে