শবে বরাতে আতশবাজি-পটকা নিষিদ্ধ করলো সিএমপি

| বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৫ at ৪:০১ অপরাহ্ণ

পবিত্র শব-ই-বরাত উপলক্ষে আতশবাজি পোড়ানো ও পটকা ফুটানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

আজ বৃহস্পতিবার সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শব-ই-বরাতের দিনে শিশু-কিশোরসহ অনেকেই আতশবাজিসহ বিভিন্ন ধরনের পটকা ফুটিয়ে উল্লাস করে।

পটকা ফোটানোর ফলে ধর্মপ্রাণ মুসলমানদের ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে ইবাদত-বন্দেগিতে বিঘ্ন ঘটে ও শব-ই-বরাতের ভাবগাম্ভীর্য ক্ষুন্ন করে এবং জনমনে আতংকের সৃষ্টি হয়।

আইন-শৃক্সখলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আতশবাজি ও পটকা ফোটানো বন্ধ হওয়া বাঞ্ছনীয়। এ অবস্থায়, আইন-শৃংখলা রক্ষাসহ ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে আগামীকাল ১৮ মার্চ রাতে পবিত্র শব-ই-বরাত অনুষ্ঠান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে ১৮ মার্চ সন্ধ্যা ছয়টা থেকে ১৯ মার্চ ভোর ছয়টা পর্যন্ত নগরীতে সকল প্রকার আতশবাজি ও পটকা ফোটানো, তৈরি, বিক্রয়, মজুদ ও বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এর অন্যথা হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধস্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে ছয় দফা সুপারিশ
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের সনদ বিতরণ অনুষ্ঠিত