শবনম ফারিয়ার অভিযোগ যা বললেন সাবেক স্বামী

| শনিবার , ১৮ ডিসেম্বর, ২০২১ at ৮:৪৫ পূর্বাহ্ণ

অভিনেত্রী শবনম ফারিয়া ভালোবেসে বেসরকারি চাকরিজীবী হারুন অর রশীদ অপুকে বিয়ে করেন। ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি জাঁকালো আয়োজন করে তাদের বিয়ে সম্পন্ন হয়। আর ২০২০ সালের ২৭ নভেম্বর তাদের ডিভোর্স হয়। ওই সময় এই অভিনেত্রী জানিয়েছিলেন, দুজনের সম্মতিতেই এই বিচ্ছেদ হয়েছে। তবে গত বৃহস্পতিবার এক চাঞ্চল্যকর তথ্য শবনম ফারিয়া সামনে আনেন। সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি উল্লেখ করেন, স্বামীর নির্যাতনের কারণেই সংসার ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এ অভিনেত্রী। শুধু নির্যাতনই নয়, হাতও ভেঙে দিয়েছিলেন তার স্বামী। শবনম ফারিয়ার এমন অভিযোগের পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন অভিযুক্ত তার সাবেক স্বামী হারুনুর রশীদ অপু। খবর বিডিনিউজের। বৃহস্পতিবার ফেসবুকে অপু লেখেন, পারিবারিক নির্যাতনের বিষয়টি সত্য নয়। স্পষ্ট প্রমাণ ছাড়া এটা নিছক ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করার পরিকল্পনা। আমি জানি না, কেন এতদিন পর কেউ এখন অতিরঞ্জিত গল্প ছড়াচ্ছে। শবনম ফারিয়ার অভিযোগের বিষয়ে অপু আরও লেখেন, অভিযোগ দুইদিকেই থাকে, কেউই সন্ন্যাসী লেভেলে থাকি না আমরা। দিনের পর দিন কারো আসমান সমান অভিযোগ থাকলে, আরেকদিকে পাহাড় সমান থাকারই কথা। অভিযোগের পুঁজি করে নিজেকে সাধু সাজিয়ে ভিকটিম হিসেবে প্রকাশ করা অনেকের অভ্যাস হতে পারে। তবে এই পথে এখনো যেতে পারিনি। শবনম ফারিয়ার স্ট্যাটাসের সমালোচনায় অপু লিখেছেন, পাশে থেকেও শ্রদ্ধা রাখা যায়, দূরে থেকেও। নিজেকে ভিকটিমের মতো উপস্থাপন করে বিভ্রান্তিমূলক মতবাদ আসলেই দুঃখজনক। যখন একটা মানুষকে জনসাধারণ অনুসরণ করে, তার দিক থেকে একটাই কথা মাথায় রাখা উচিত, বড় ক্ষমতার সঙ্গে বড় দায়িত্ব চলে আসে। কেউ যদি সহজেই হাজার হাজার মানুষের কাছে পৌছতে পারে, তারও উচিত সাবলীল ও সৃষ্টিশীল গঠনমূলক কথায় নিজের ইমেজকে বিকাশ করা।

পূর্ববর্তী নিবন্ধহৃদয়ে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ধারণ করতে হবে
পরবর্তী নিবন্ধমুম্বাইয়ের বাড়ি ভাড়া দিচ্ছেন সালমান খান