শবনম খানম শেরওয়ানীর সাহিত্যে প্রতিফলিত হয়েছে সমাজ ভাবনা, দেশ ও মানবপ্রেম

চট্টগ্রাম একাডেমি শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা

| বৃহস্পতিবার , ২২ মে, ২০২৫ at ৭:৩২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম একাডেমি আয়োজিত সেমিনার ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তারা বলেছেন,শবনম খানম শেরওয়ানী ছিলেন বহু গুণে গুণান্বিত একজন মহীয়সী নারী। তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন শিক্ষকতা, সাংবাদিকতা, রাজনীতি, সাহিত্য ও সংস্কৃতি চর্চায়। সাংবাদিকতা জীবনে যেমন পালন করেছেন সমাজ সংস্কারকের ভূমিকা ঠিক তেমনি তার রচিত সাহিত্যে প্রতিফলিত হয়েছে সমাজ ভাবনা, দেশ ও মানবপ্রেম।

গত ২০ মে একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে মহাপরিচালক লেখক জাহাঙ্গীর মিয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ইলার্নিং বিশেষজ্ঞ ড. বদরুল হুদা খান। অনুষ্ঠানে ড. আনোয়ারা আলম লিখিত মূল প্রবন্ধ উপস্থাপন করেন গল্পকার ফারজানা রহমান শিমু। স্বাগত বক্তব্য রাখেন প্রাবন্ধিক অধ্যাপক বাসুদেব খাস্তগীর। কবি সাংবাদিক রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যক্ষ প্রফেসর রীতা দত্ত, কবি জিন্নাহ চৌধুরী, কবি অরুণ শীল, বিপুল বড়ুয়া, সৈয়দা রিফাত আকতার নিশু, জসীম উদ্দিন খান, রেজাউল করিম স্বপন,রিটন কুমার বড়ুয়া, মর্জিনা আখতার, নাসের রহমান প্রমুখ।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেত্রী শবনম খানম শেরওয়ানী শিক্ষা বৃত্তি লাভ করেন চট্টগ্রাম নগরীর পাঁচটি স্কুলের প্রথম স্থান অধিকারী ৫ জন ছাত্রছাত্রী। দেওয়া হয় সার্টিফিকেট, নগদ অর্থ ও বই।

উপস্থিত ছিলেন সৈয়দ খালেদুল আনোয়ার, লিপি বড়ুয়া, মারজিয়া খানম সিদ্দিকা, আজিজ রাহমান, সরোয়ার আমিন বাবু, কানিজ ফাতিমা, ডা. মঈনুদ্দিন খান, জিএম জহির উদ্দীন, গৌতম কানুন, মলিনা মজুমদার, অধ্যাপক কামরুল আনোয়ার চৌধুরী, এসএম মোখলেসুর রহমান, ইফতেখার মারুফ, সুষ্মিতা তালুকদার মিতুল, নাটু বিকাশ বড়ুয়া, আরিফ রায়হান, এম কামাল উদ্দীন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম কর আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশ
পরবর্তী নিবন্ধগ্রন্থাগারের ভেতর আছে জ্ঞানের অফুরন্ত ভাণ্ডার