রাউজান উপজেলার উত্তর গশ্চি গ্রামের বাসিন্দা ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক ইউসুফ তালুকদারের বড় ভাই মোহাম্মদ শফি তালুকদার গত শুক্রবার দিবাগত নগরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না–লিল্লাহি ওয়া–ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৫৫ বছর। তিনি স্ত্রী ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগাহী রেখে গেছেন। গতকাল শনিবার বিকেল তিনটায় গ্রামের বাড়ি সংলগ্ন মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পূর্ণ করা হয়। শফি তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।