চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনে জামায়াত প্রার্থী মোহাম্মদ শফিউল আলম শিক্ষগত যোগ্যতায় মেরিন সাইন্সে এমএসসি। পেশায় বেসরকারি চাকরি করা এই প্রার্থীর আয়ের উৎসখাতে নিজের নামে শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে বার্ষিক আয় ৯৮০ টাকা ও চাকুরীতে ১৪ লক্ষ ২৯ হাজার ২৫০ টাকা আয় ছাড়া অন্য কোন খাতে আয় নেই। স্ত্রীর নামে ব্যবসায় ৫০ হাজার টাকা, শেয়ার, বন্ড, সঞ্চয়পত্র ও ব্যাংক আমানতে ৯৯ হাজার ১৯৭ টাকা, পেশাগতভাবে স্ত্রীর আয় দুই লক্ষ টাকা, চাকুরীতে এক লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা বার্ষিক আয়।
তার অস্থাবর সম্পদের মধ্যে নিজের নামে নগদ অর্থ আছে ২৭ লক্ষ ৮৪ হাজার ৯০৪ টাকা, স্ত্রীর নামে ৮৫৮ টাকা এবং নির্ভরশীলের নামে ৫ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থ নিজের নামে তিন লক্ষ ১৫ হাজার ১০৩ টাকা, স্ত্রীর নামে ২২ হাজার ২৩ টাকা, বন্ড ঋণপত্র, স্টক এঙচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির শেয়ার, ক্ষুদ্র ব্যবসায় নির্ভরশীলের আয় দুই লক্ষ টাকা, সঞ্চয়পত্র, স্থায়ী আমানতে বিনিয়োগ নিজ নামে ২৯ হাজার ৩৭১ টাকা, স্ত্রীর নামে ১৬ লক্ষ ৬৫ হাজার ৮১৬ টাকা, নিজের নামে ৫লক্ষ টাকার, স্ত্রীর নামে ২ লক্ষ টাকার সোনা ও অন্যান্য মূল্যবান ধাতু আছে। নিজ নামে ৪ লক্ষ টাকা, নির্ভরশীলের নামে ৫০ হাজার টাকা মূল্যমানের ইলেকট্রিক পণ্য আছে। নিজের নামে তিন লক্ষ টাকার আসবাবপত্র, অন্যান্য খাতে ১৬ লক্ষ ৮৫২ টাকার অস্থাবর সম্পদ আছে।
মোহাম্মদ শফিউল আলমের স্থাবর সম্পদের মধ্যে নিজ নামে অকৃষি জমি ও অর্জনকালীন আর্থিক মূল্য ২১ লক্ষ টাকা, বাড়ি বা এপার্টমেন্ট একটির মূল্য ৩০ লক্ষ টাকা। সবমিলিয়ে ৫১ লক্ষ টাকার অর্জনকালীন মূল্যের স্থাবর সম্পদ আছে।
নিজের দুই লক্ষ ৩০ হাজার ১৫০ টাকা স্থায়ী আমানত থেকে ব্যক্তিগত ঋণ আছে। সর্বশেষ নিজের নামে ৩৩ হাজার ৭৩৪ টাকা, স্ত্রীর নামে ১৫ হাজার ৩৮ টাকা আয়কর দিয়েছেন।












