রাউজান থেকে ১৫ দিন আগে নিখোঁজ হওয়া কলেজছাত্র ফাহিমকে পাওয়া গেছে। তিনি বাড়ি থেকে বের হয়ে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে নগরীর একটি শপিং সেন্টারে চাকরি নিয়েছিলেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল্লাহ আল হারুন বলেন, ফাহিম নিখোঁজ হওয়ার সংবাদটি তার এক আত্মীয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে প্রচার করে তার সন্ধান পেতে একটি মোবাইল ফোন দিয়েছিলেন। সেই মোবাইল নম্বরটি দেখে একটি প্রতারক চক্র ফাহিম তাদের হেফাজতে আছে দাবি করে মুক্তিপণ দাবি করে।
গতকাল মঙ্গলবার থানায় হাজির করা ফাহিম বলেছেন, বেকারত্ব কাটাতে তিনি পরিবারকে না জানিয়ে এক ব্যক্তির মাধ্যমে নগরের একটি শপিং সেন্টারের দোকানে চাকরি নিয়েছিলেন। তাকে নিয়ে এতদিন হৈচৈ পড়েছে তা তিনি জানতেন না। ওসি বলেছেন, যে ব্যক্তির মাধ্যমে চাকরি পেয়েছেন সেই ব্যক্তির ফোন থেকে গত সোমবার রাতে ফাহিম তার মায়ের সাথে যোগাযোগ করে। এরপর ওই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ তার অবস্থান শনাক্ত করে। গত সোমবার রাতে তাকে থানায় হাজির করা হয়। গতকাল মঙ্গলবার তাকে তুলে দেওয়া হয় বাবার হাতে। উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর বিকালে ফাহিম নিখোঁজ হয়। এরপর ফাহিমের বাবা আবদুল মান্নান রাউজান থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন।