শপথ গ্রহণের পর প্রথমবারের মতো চট্টগ্রাম জেলা পরিষদে গেলের নব নির্বাচিত চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলামসহ নব নির্বাচিত সদস্যরা। গতকাল সোমবার বেলা ১১টায় জেলা পরিষদ চত্বরে পৌঁছলে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবালসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। একই সাথে উপস্থিত জেলা পরিষদের সদস্যদেরকেও ফুল দিয়ে বরণ করা হয়।
এরপর জেলা পরিষদে গিয়ে এ টি এম পেয়ারুল ইসলাম উপস্থিত জেলা পরিষদ সদস্য ও কর্মকর্তা-কর্মচারীদেরর উদ্দেশ্যে বলেন, আমরা সকলে মিলে একটি পরিবারের মত কাজ করবো। আমাদের উপর জনগণের আশা-আকাঙ্ক্ষা অনেক। চট্টগ্রাম এক সময় প্রাচ্যের রাণী হিসেবে খ্যাত ছিল। চট্টগ্রামের আগের সেই জৌলুস নেই। পরিষদের কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সে জৌলুস ফিরিয়ে আনার চেষ্টা করবো। চট্টগ্রামের সর্বত্র যাতে উন্নয়নের ছোঁয়া লাগে সেভাবে কাজ করবো।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. দিদারুল আলম, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুল ইসলামসহ সকল কর্মকর্তা-কর্মচারী, জেলা পরিষদের সদস্য প্রদীপ রঞ্জন চক্রবর্তী, আ ম ম দিলসাদ, মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, এইচ এম আলী আবরাহা, কাজী আব্দুল ওহাব, আবুল কাশেম চিশতী, বোরহান উদ্দীন মো. এমরান, ইসলাম আহমদ, দেবব্রত দাশ, আবু আহমেদ চৌধুরী, মোহাম্মদ নুরুল মোস্তফা সিকদার, আবদুল আলীম, মোহাম্মদ এরফানুল করিম চৌধুরী, সংরক্ষিত আসনের সদস্য রওশন আরা বেগম, দিলোয়ারা ইউসুফ, মোস্তফা রাহিলা চৌধুরী, মোছাম্মৎ ফারহানা আফরীন জিনিয়া, সুরাইয়া খানম, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. বাসন্তী পালিত, রোমানা নাসরিন, রওশন আরা বেগম, রেজওয়ানা শারমীন, জাহান আরা নাজনীন, নুসরাত জাহান, রহিমা মনসুর, সেলিনা আকতার, নাজমা বেগম, লক্ষী চক্রবর্তী, লিপি দেওয়ানজী, পারভীন আকতার প্রমূখ।
উল্লেখ্য, আলোচনার পূর্বে এ টি এম পেয়ারুল ইসলাম প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন এবং উপস্থিত সকলকে নিয়ে জাতির পিতা, ৭৫ এর ১৫ আগস্টের কালোরাতে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে নিহত বঙ্গবন্ধুর পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন, জাতীয় ৪ নেতা এবং মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ ১ মিনিট নিরবতা পালন করা হয় এবং আলোচনা শেষে সিটি কলেজ জামে মসজিদের খতীব মৌলানা আবু সাইদ নুরীর পরিচালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।