লোহাগাড়ার ৩ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন। গতকাল রোববার বিকেল ৪টায় চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। নব-নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন লোহাগাড়া সদর ইউনিয়নে মো. নুরুচ্ছফা, আমিরাবাদ ইউনিয়নে এস. এম ইউনুচ ও আধুনগর ইউনিয়নে নাজিম উদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম- ১৫ (লোহাগাড়া-সাতকানিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী ও লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া আজ সোমবার বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে তিন ইউনিয়নে নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে জানা গেছে। উল্লেখ্য, গত ২১ অক্টোবর লোহাগাড়ার ৩ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ২৯ অক্টোবর নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের গেজেট ঘোষণা করে নির্বাচন কমিশন।