শপথ নিলেন কর্ণফুলী উপজেলার নবনির্বাচিত চার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান।
আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মমিনুর রহমান চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা।
চার ইউপি’র শপথ নেয়া চেয়ারম্যানরা হলেন উপজেলার শিকলবাহা ইউনিয়নের জাহাঙ্গীর আলম, চরলক্ষ্যা ইউনিয়নের সোলায়মান তালুকদার, বড়উঠান ইউনিয়নের দিদারুল আলম ও জুলধা ইউনিয়নের হাজী নুরুল হক।
উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।মেয়াদপূর্তি না হওয়ায় উপজেলার চরপাথরঘাটায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি।