শনি ও রোববার চট্টগ্রাম অঞ্চলে পদযাত্রা করবে এনসিপি

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১৮ জুলাই, ২০২৫ at ৫:৩৮ পূর্বাহ্ণ

জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে জুলাই মাসব্যাপী সারাদেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য তিন জেলায় পদযাত্রা কর্মসূচি করবে এনসিপি। আগামীকাল শনিবার সকালে কঙবাজার থেকে চট্টগ্রাম অঞ্চলের পদযাত্রা শুরু হবে। রোববার বিকালে চট্টগ্রাম মহানগরীতে হবে মূল পদযাত্রা ও সমাবেশ। গতকাল বৃহস্পতিবার বিকাল সাড়ে তিনটায় চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির কথা জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক ও চট্টগ্রাম অঞ্চলের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ। তিনি বলেন, চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে দুই দিনের পদযাত্রা কর্মসূচি চূড়ান্ত হয়েছে। কক্সবাজারে পদযাত্রা শেষে শনিবার বিকেলে নেতারা বান্দরবানে যাবেন এবং সেখান থেকে রাতেই চট্টগ্রামে ফিরে আসবেন। রোববার সকালে রাঙামাটিতে কর্মসূচি শেষে দুপুরের মধ্যে নেতারা চট্টগ্রামে ফিরে আসবেন এবং বিকেল সাড়ে ৩টায় নগরীর কাপ্তাই রাস্তার মাথা থেকে পদযাত্রা শুরু হবে। সেখান থেকে বহদ্দারহাট, চকবাজার, আন্দরকিল্লা হয়ে নিউমার্কেট ও টাইগারপাস পেরিয়ে পদযাত্রা শেষ হবে ২ নম্বর গেট এলাকার বিপ্লব উদ্যানে। যানজট বা অনিবার্য কারণে সময়সূচিতে পরিবর্তন হতে পারে। এছাড়া ২১ জুলাই সোমবার সকালে খাগড়াছড়ি ও বিকালে ফেনীতে পদযাত্রা করবে এনসিপি।

গোপালগঞ্জের মতো চট্টগ্রামেও হামলার শঙ্কা রয়েছে কি নাসাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে জোবাইরুল বলেন, হ্যাঁ, আমরা শঙ্কা করছি। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে। যদি হামলার চেষ্টা হয়, তবে চট্টগ্রামের বিপ্লবী ছাত্রজনতা তা প্রতিহত করবে। তিনি বলেন, গোপালগঞ্জের পরে আমরা মনে করি না আওয়ামী লীগ আর নীরব ভূমিকায় আছে। এটা রাজনৈতিক দলগুলোর সামগ্রিক ব্যর্থতা বলে মনে করি। গোপালগঞ্জের পরে নিরাপত্তা নিয়ে আমরা নতুনভাবে ভাবতে বাধ্য হচ্ছি। কর্মসূচির বিষয়ে জোবাইরুল আরিফ বলেন, জুলাই সনদ এখনও তৈরি করতে পারেনি সরকার। আমরা জনগণের দুয়ারে যাচ্ছি। তাদের চাওয়াপাওয়া জানার চেষ্টা করছি। জুলাই সনদের বিষয়ে বক্তব্য শুনছি। এসব বক্তব্য আমরা সরকারের কাছে তুলে ধরছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সদস্য এহসান মাহবুব জোবায়ের, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নীলা আফরোজ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক তানজিদ রহমান, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক আশরাফুল হক টিপু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধপাওনা টাকা চাইতে গেলে ছুরিকাঘাত, আহত রাজমিস্ত্রির মৃত্যু
পরবর্তী নিবন্ধঅবশেষে সার্ভারের উন্নতি, বেড়েছে শুল্কায়নের গতি