মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে সেন্সর বোর্ডে আটকে থাকায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন দেশের ১২৯ জন সংস্কৃতিকর্মী। সিনেমাকে ঘিরে এই বিবৃতিতে এক হয়েছেন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, চিত্রশিল্পী, সাংস্কৃতিক সংগঠকসহ সংস্কৃতির বিভিন্ন শাখার মানুষ। বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে সিনেমাটি আটকে রেখে অন্যায্য আচরণ করছে বলেও অভিযোগ তোলা হয়েছে বিবৃতিতে। পাশাপাশি সিনেমাটি দ্রুত মুক্তির দাবিও রেখেছেন সংস্কৃতিকর্মীরা। খবর বিডিনিউজের।
নাট্যজন নাসির উদ্দীন ইউসুফের মাধ্যমে আসা বিবৃতিতে বলা হয়, সিনেমা-নাটক-সংগীত, শিল্প সংস্কৃতির এমন নানা ক্ষেত্রে, নানা সময় হাজির করা হচ্ছে বহুমুখী বাধা, যা আমাদের উদ্বিগ্ন করছে। এ উদ্বেগ আরো বাড়ে যখন দেখি, আমাদের বন্ধু সুহৃদ চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র ‘শনিবার বিকেল’ বিনা কারণে সাড়ে তিন বছরের বেশী সময় সেন্সর বোর্ডে আটকে থাকে। হলি আর্টিজান বেকারিতে ঝড় তোলা জঙ্গি হামলার প্রেক্ষাপটে ‘শনিবার বিকেল’ সিনেমাটি বানিয়েছেন নির্মাতা ফারুকী। বিদেশে সিনেমাটির প্রদর্শনী হলেও বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র না মেলায় এখনও দেশের দর্শক সিনেমাটি দেখার সুযোগ পাননি। ফারুকী এর আগে অভিযোগ করেছিলেন, কোনো এক অদৃশ্য কারণে তার সিনেমাটি আটকে রাখা হয়েছে। সিনেমা মুক্ত করতে তিনি আদালতে যাওয়ারও ঘোষণা দেন।