রাষ্ট্র সংস্কার বিষয়ে আগামী শনিবার কয়েকটি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে ফের সংলাপে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হেয়ার রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দেন।
রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি হবে প্রধান উপদেষ্টার চতুর্থ দফা সংলাপ। সবশেষ সংলাপ হয়েছিল গত ৫ অক্টোবর। আজাদ মজুমদার বলেন, রাষ্ট্র সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে। গত সপ্তাহে একটি সংলাপ হয়েছে। তার ধারাবাহিকতায় শনিবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও সংলাপ করবে সরকার। খবর বিডিনিউজের।
তিনি বলেন, সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, জাতীয়তাবাদী সমমনা জোট, বিজেপি, ১২ দলীয় জোট, এলডিপি, জাতীয় মুক্তি কাউন্সিল, লেবার পার্টি, জাতীয় পার্টিকে (আন্দালিব)। আরও দুই–একটি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হতে পারে। বিষয়টি প্রক্রিয়াধীন আছে।
বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টিকে সংলাপে ডাকা হবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এটা চলমান প্রক্রিয়া, পরে এ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এক প্রশ্নে আজাদ মজুমদার বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান প্রক্রিয়া। অনেকগুলো দলের সঙ্গে এর মধ্যে আলোচনা হয়েছে, আরো যাদের সাথে আলোচনা হবে তাদের ব্যাপারে আমি আপনাকে বলেছি। অন্য আর কার সাথে আলোচনা হবে সেটা এখনো সিদ্ধান্ত হয়নি। উপদেষ্টা পরিষদ এটা নিয়ে কাজ করছে। পরবর্তীতে যদি আর কারো সাথে আলোচনা করার সিদ্ধান্ত হয় তাহলে সেটা আপনাদেরকে সময়মতো জানিয়ে দেওয়া হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি হচ্ছে জুলাই হত্যাকাণ্ডের বিচার করা। গণঅভ্যুত্থানে জুলাই হত্যাকাণ্ডের যারা শিকার হয়েছেন, তারা যাতে ন্যায়বিচার পায় সেটা নিশ্চিত করা। সেই লক্ষ্যে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং সেই লক্ষ্যেই সরকার খুব ভালোভাবে কাজ করছে। জুলাই হত্যাকাণ্ডের বিচার শুধু আমাদের সরকারেরই শুধু প্রয়োরিটি না। এর আগে যত রাজনৈতিক দলের সঙ্গে কথা হয়েছে তারাও এই হত্যাকাণ্ডের বিচারের বিষয়ে প্রাধান্য দিয়েছে।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি ও নাঈম আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।












