রোজার মধ্যে গরমের অস্বস্তি যে সময়ে ঝড়-বৃষ্টিতে কমার আভাস মিলেছে, তখন উদযাপিত হবে ঈদ। চলমান তাপপ্রবাহ ধীরে ধীরে কমে আগামী শনিবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে।
চলতি মৌসুমে বৈশাখের শুরুতেই দেশজুড়ে গরমের তেজ বাড়তে থাকে। মাঝ বৈশাখে এসে টানা পাঁচ দিন ধরে চট্টগ্রামসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে বয়ে যাচ্ছে মৃদ্যু থেকে তীব্র তাপপ্রবাহ। গতকাল বুধবার চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
এদিন দেশে রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। পতেঙ্গা আবহাওয়া অফিসের এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
এতে আরও বলা হয়, আজ চট্টগ্রামে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া রাত ও দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।












