শনাক্ত কিছুটা বেড়েছে, কমেছে মৃত্যু

| বুধবার , ৫ মে, ২০২১ at ৬:৩১ পূর্বাহ্ণ

দেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা কিছুটা বেড়েছে। কমেছে মৃত্যু। গত একদিনে আরও ৬১ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়েছে আরও ১ হাজার ৯১৪ জনে। গত সোমবার ৬৫ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেদিন শনাক্ত হয়েছিলেন ১,৭৩৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৯১৪ জনকে নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৭ লাখ ৬৫ হাজার ৫৯৬ জন হয়েছে। আর মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৭০৫ জন। সরকারি হিসাবে আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৩ হাজার ৮৭০ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত সুস্থ মোট হয়েছেন ৬ লাখ ৯৫ হাজার ৩২ জন। বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ইতোমধ্যে ১৫ কোটি ৩৫ লাখ ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩২ লাখ ১৪ হাজারের বেশি মানুষের। খবর বিডিনিউজের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪২০টি ল্যাবে ২১ হাজার ৯১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৫৫ লাখ ৪০ হাজার ৩৯৪টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ৭৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৩ শতাংশ।
গত একদিনে যারা মারা গেছেন তাদের ৩৬ জন পুরুষ আর নারী ২৫ জন। তাদের ৪৩ জন সরকারি হাসপাতালে, ১৬ জন বেসরকারি হাসপাতালে মারা যান। বাসায় মারা গেছেন দুজন।

পূর্ববর্তী নিবন্ধদুদিন পর আহত ইউপি সদস্যের ছেলের মৃত্যু
পরবর্তী নিবন্ধসংঘর্ষের মামলায় আটক দুই, মালামাল উদ্ধার