শনাক্তের হার একদিনের ব্যবধানে দ্বিগুণের বেশি

চট্টগ্রামে ৫ মাস পর রোগী ছাড়াল ৫শ

আজাদী প্রতিবেদন | সোমবার , ১৭ জানুয়ারি, ২০২২ at ৬:১৩ পূর্বাহ্ণ

শনিবার ১ হাজার ৯৮৩টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামে নতুন করে আরো ৫৫০ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। পরীক্ষাকৃত নমুনায় শনাক্তের হার দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশ। শেষ ২৪ ঘণ্টায় শনাক্ত ও শনাক্তের এই হার আগের দিনের তুলনায় দ্বিগুণের বেশি। আগের দিন শুক্রবার ২৩৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১২.২৯ শতাংশ। হিসেবে একদিনের ব্যবধানে শনাক্তের সংখ্যা ও হার দ্বিগুণের বেশি বেড়েছে চট্টগ্রামে।
তথ্য পর্যালোচনায় দেখা যায়, ৫ মাস পর চট্টগ্রামে শনাক্তের সংখ্যা ফের ৫০০ ছাড়াল। এর আগে গত বছরের ১৩ আগস্ট ৬১৬ জনের করোনা শনাক্ত হয়। ওই দিন মৃত্যু হয় ৮ জনের।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্য পর্যালোচনায় দেখা যায়, দিন দিন সংক্রমণ ও শনাক্তের হার বাড়ছে। নতুন বছরের শুরু থেকেই চট্টগ্রামে করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বছরের প্রথম দিন শনাক্তের হার ছিল ০.৬০ শতাংশ। আর সর্বশেষ ২৪ ঘণ্টায় শনাক্তের এই হার ২৮ শতাংশ ছুঁয়েছে।
শনিবার পর্যন্ত সব মিলিয়ে চট্টগ্রামে করোনা সংক্রমিত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪ হাজার ৯৭৭ জনে। আক্রান্তদের মাঝে শেষ ২৪ ঘণ্টায় কোনো মৃত্যু হয়নি বলে জানিয়েছে সিভিল সার্জন কার্যালয়। তবে আক্রান্তদের মাঝে এ পর্যন্ত ১ হাজার ৩৩৫ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রামে। এদিকে, শনিবার শনাক্ত ৫৫০ জনের ৩৬২ জন মহানগরের আর ১৮৮ জন উপজেলার। চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী আজাদীকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধআইভীর হ্যাটট্রিক জয়
পরবর্তী নিবন্ধতৈমুর কাকার কথাও শুনব : আইভী