শনাক্তের হার আরও কমেছে

করোনাভাইরাস

আজাদী অনলাইন | বৃহস্পতিবার , ১৭ ফেব্রুয়ারি, ২০২২ at ৫:৫৮ অপরাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের দাপট পেরিয়ে দেশে সংক্রমণ আরও একটু কমে এসেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বৃহস্পতিবার(১৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সাড়ে ৩৪ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৫৩৯ জন জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে সংক্রমণের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ২৪ শতাংশ। আগের দিন এই হার ছিল ১২ দশমিক ২০ শতাংশ।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তারে চলতি বছরের শুরু থেকে দেশে আবার সংক্রমণ বাড়তে থাকে দ্রুত।

গত ১২ জানুয়ারি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১১ শতাংশ ছাড়ায়। ২৮ জানুয়ারি তা পৌঁছায় ৩৩ দশমিক ৩৭ শতাংশের রেকর্ড উচ্চতায়।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ২৬ হাজার ৫৭০ জন।

গত এক দিনে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। তাতে মহামারীতে মোট মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৯০৭ জন হয়েছে।

সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ১১ হাজার ৮০০ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ২৭ হাজার ৮৬৬ জন সুস্থ হয়ে উঠলেন।

পূর্ববর্তী নিবন্ধহাটহাজারীতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধসিএমপির সব থানার জিডি হবে সার্ভিস সেন্টারেই