শত শত অভিবাসন প্রত্যাশীকে হত্যা করেছে সৌদি সীমান্তরক্ষীরা

হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন

| মঙ্গলবার , ২২ আগস্ট, ২০২৩ at ১০:৫১ পূর্বাহ্ণ

সৌদি আরবের সীমান্তরক্ষীরা ইয়েমেন সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের নির্বিচারে হত্যা করেছে বলে নতুন এক প্রতিবেদনে অভিযোগ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। প্রতিবেদনটিতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন অতিক্রম করে সৌদি আরবে প্রবেশ করার চেষ্টারত শত শত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এদের অনেকেই ইথিওপিয়া থেকে এসেছিলেন। অভিবাসন প্রত্যাশীরা বিবিসিকে জানিয়েছেন, গুলির আঘাতে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আর পথে তারা মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন। খবর বিডিনিউজের।

এর আগে সৌদি আরব এ ধরনের পরিকল্পিত হত্যার অভিযোগ অস্বীকার করেছিল। তারা আমাদের ওপর বৃষ্টির মতো গুলি ছুড়েছিল শিরোনামের প্রতিবেদনটিতে অভিবাসন প্রত্যাশীদের বিস্তারিত সাক্ষ্য স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এতে তারা বলেছেন, সৌদি আরবের সঙ্গে ইয়েমেনের বন্ধুর উত্তরাঞ্চলীয় সীমান্তে সৌদি পুলিশ ও সেনারা তাদের ওপর গুলিবর্ষণ করেছে আবার কখনো কখনো তাদের লক্ষ্য করে গোলা ছুড়েছে। সৌদি সীমান্তে গুলিবর্ষণের শিকার হওয়া অভিবাসন প্রত্যাশীদের সঙ্গে আলাদা আলাদাভাবে যোগাযোগ করেছে বিবিসি। তারা রাতের বেলা সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার সময় ঘটা ভয়াবহ ঘটনার কথা উল্লেখ করেছেন।

তেল সমৃদ্ধ দেশটিতে কাজের সন্ধানে নারী ও শিশুসহ ইথিওপিয়া থেকে আসা বড় একটি গ্রুপ গুলিবর্ষণের মুখে পড়ে। মুস্তফা সৌফিয়া মোহাম্মদ (২১) বিবিসিকে বলেন, গুলি চলতেই থাকে আর চলতেই থাকে। তিনি জানান, গত জুলাইতে তাদের ৪৫ জনের একটি দল গোপনে সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করার সময় গুলির মুখে পড়েছিলেন, সেময় কয়েকজন নিহত হন।

তিনি বলেন, আমার শরীরে গুলি লেগেছে বুঝতেই পারিনি। কিন্তু আমি যখন উঠে হাঁটার চেষ্টা করছি আমার পায়ের একটি অংশ আর আমার সঙ্গে ছিল না। ইথিওপীয় ও ইয়েমেনি মানব পাচারকারীদের বিভিন্ন অত্যাচারের মধ্যে দিয়ে বিপদ, ক্ষুধার সঙ্গে তিন মাস ধরে লড়াই করে ওই সীমান্তে উপস্থিত হওয়ার পর এমন নৃশংস, বিশৃঙ্খলভাবে তাদের যাত্রা শেষ হয়।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৩.৪৯ কোটি টাকা
পরবর্তী নিবন্ধসেনাবাহিনীর ক্ষমতা বাড়ানোর আইন অনুমোদনের কথা