শত পর্বে ‘তেল ছাড়া পরোটা’

| বুধবার , ২৪ ডিসেম্বর, ২০২৫ at ৬:১০ পূর্বাহ্ণ

শত পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘তেল ছাড়া পরোটা’। প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৮টায় প্রচার হচ্ছে নাটকটি। আজ বুধবার প্রচার হবে এর ১০০তম পর্ব। কচি খন্দকারের রচনা ও পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, সালহা খানম নাদিয়া, মুসাফির সৈয়দ বাচ্চু, কচি খন্দকার, রোবেনা রেজা জুঁই, সুজাত শিমুল, অনিক, আব্দুল্লাহ রানা, মিলি বাসার প্রমুখ। ধারাবাহিকটির গল্প প্রসঙ্গে নির্মাতাঅভিনেতা কচি জানান এভাবেসমাজে বসবাসকারী দুই ধরনের মানুষ। একদল বিশ্বাস করে উন্নতির জন্য তেল বা তোষামোদের বিকল্প নেই। অন্য দলটি তোষামোদবিমুখ, নীতির জায়গায় অটল থেকে লড়ে যায় প্রতিকূলতার সঙ্গে। এই দুই বিপরীত দৃষ্টিভঙ্গির প্রতিনিধিত্ব করে নাটকের দুটি পরিবার। একটি পরিবার একসময় তিলের খাজার ব্যবসা করত। এখন তারা রাজনৈতিক, অর্থনৈতিক ক্ষমতাবানদের তোষামোদ করে বিশাল ব্যবসা গড়ে তুলেছে। তাদের ব্যবসা সরিষার তেল, নারিকেল তেলের। এমনকি পেট্রোলের ব্যবসাও আছে। তাদের কোম্পানির নাম তিলের খাজা অয়েল মিল কোম্পানি লিমিটেড।

পূর্ববর্তী নিবন্ধফাইনালে আজ মুখোমুখি পানছড়ি ও মাটিরাঙ্গা
পরবর্তী নিবন্ধ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’ পাড়ি দেওয়ার প্রত্যয় ছায়ানটের