চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, করোনা মোকাবেলায় মাস্ককে বড় অস্ত্র মনে করতে হবে। তাই সবাইকে শতভাগ মাস্ক পরিধানে নিশ্চিত করতে হবে এবং দলের নেতা কর্মীদের পাড়ায়, মহল্লায় ক্যাম্পেইনের মাধ্যমে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তুলতে হবে। তিনি গতকাল শুক্রবার এনায়েত বাজার ওয়ার্ডে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ওয়ার্ড কাউন্সিলর মো. সলিম উল্লাহ বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, অ্যাড. ইব্রাহিম হোসেন বাবুল, অ্যাড. ইফতেখার সাইমুল চৌধুরী, প্যানেল মেয়র মো. গিয়াসউদ্দীন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর নিলু নাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইদ্রিস, মো. ইসমাইল মনু, রিপন ঘোষ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।







