শতভাগ প্রস্তুত চট্টগ্রাম

মাঠে থাকবে জেলা প্রশাসনের ২০ টিম

আজাদী প্রতিবেদন | রবিবার , ৪ এপ্রিল, ২০২১ at ৫:৫৫ পূর্বাহ্ণ

দেশে বেড়ে চলেছে করোনা শনাক্তের সংখ্যা। মৃত্যুর সংখ্যাও থেমে নেই। সংক্রমণের ঝুঁকিতে উপরের দিকে রয়েছে চট্টগ্রামের নাম। এই পরিস্থিতিতে আগামীকাল সোমবার থেকে সপ্তাহব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় কতটুকু প্রস্তুত চট্টগ্রাম? গণমাধ্যমকর্মীদের এমন প্রশ্নে শতভাগ প্রস্তুতির কথাই জানালেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান। গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে যেসব উদ্যোগ নেয়া হয়েছে, তা তদারকিতে আজ থেকে ২০টি টিম মাঠে নামবে বলে জানান তিনি।
মমিনুর রহমান বলেন, করোনা মোকাবেলায় আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। সেটি সরকারি-বেসরকারি সব ক্ষেত্রেই। এর বাইরেও যদি আইসোলেশন সেন্টার, ফিল্ড হাসপাতালের প্রয়োজন হয়, আমরা সেটি করতে পারব। যখনই অনিয়ম দেখা দেবে আমরা ব্যবস্থা নেব। আমরা করোনার প্রথম ঢেউ সামলেছি। এখন আমাদের সক্ষমতা অনেক বেড়েছে। তাই আতংকের কিছু নেই।
জেলা প্রশাসক বলেন, গত বছরের মে-জুন মাসে চট্টগ্রামে করোনার ভয়াবহতা অনেক বেড়ে গিয়েছিল। ডাক্তার-নার্স খুঁজেও পাওয়া যায়নি। অনেক বেসরকারি ক্লিনিক কর্তৃপক্ষ বন্ধ করে চলে গিয়েছিল। কিন্তু এখন কোনো সংকট নেই। সরকারি ও বেসরকারি সবগুলো হাসপাতাল চালু আছে। হাসপাতালগুলোতে ডাক্তার-নার্সের সংকট নেই।
তিনি বলেন, চট্টগ্রামের সরকারি হাসপাতালগুলোতে ৩০টি ও বেসরকারি হাসপাতালগুলোতে ৫০টিসহ সর্বমোট ৮০টি আইসিইউ করোনা রোগীর জন্য প্রস্তুত রয়েছে। আজকে (গতকাল) আমার জানামতে, সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ বেড ফাঁকা নেই। বেসরকারি হাসপাতালগুলোতে ১১টি বেড খালি আছে। সব রোগীতে ভর্তি। এছাড়া সরকারি হাসপাতালে ৫০টি এবং বেসরকারি হাসপাতালে ৮০টিসহ মোট ১৩০টি হাইফ্লো নেসাল ক্যানোলার ব্যবস্থা আছে। এর মধ্যে ১০১টি হাইফ্লো নেসাল ক্যানোলা ব্যবহার করা হয়েছে।
তিনি জানান, গতকাল পর্যন্ত সরকারি হাসপাতালে ২২৯ জন ও বেসরকারিতে ৩৮৬ জন রোগী ভর্তি ছিল।
জেলা প্রশাসক বলেন, শুক্রবার থেকে আমরা যে কর্মসূচি শুরু করেছি, আশা করছি সবাই তা মেনে চলবে। সন্ধ্যা ৬টার পর থেকে দোকান বন্ধ থাকবে, গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কমিউনিটি সেন্টারগুলো ৫০ ভাগের বেশি মানুষের খাবার পরিবেশন করতে পারবে না।

পূর্ববর্তী নিবন্ধঅভ্যন্তরীণ ফ্লাইটও বন্ধ থাকবে
পরবর্তী নিবন্ধকরোনা হলেই আতংক নয়