শতভাগ আইনি সেবা নিশ্চিতে কাজ করছে লিগ্যাল এইড

স্মরণিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আজিজ আহম্মদ ভূঞা

| বুধবার , ২২ নভেম্বর, ২০২৩ at ১০:২৫ পূর্বাহ্ণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আইনি সেবা প্রদান করে যাচ্ছে জেলা লিগ্যাল এইড অফিস চট্টগ্রাম। সরকারি এ সেবা তথ্য প্রযুক্তির মাধ্যমে তৃণমূলের অসচ্ছল বিচার প্রার্থীর দোরগোড়ায় পৌঁছে দিতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট লিগ্যাল এইড সেবার যাত্রা চট্টগ্রাম থেকে শুরু হোক।

এর প্রেক্ষিতে স্মার্ট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম এর সার্বিক সহযোগিতায় জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গরিবের শতভাগ আইনি সেবা নিশ্চিতকল্পে জেলা লিগ্যাল এইড কমিটি, চট্টগ্রাম কার্যক্রম পরিচালনা করছে।

গতকাল মঙ্গলবার বিকেল ৫টায় জেলা জজ আদালত চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা লিগ্যাল এইড কমিটির ১১তম মাসিক সভা ও লিগ্যাল কমিটি চট্টগ্রাম কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘কর্ণফুলী’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন জেলা লিগ্যাল এইড কমিটি চট্টগ্রামের চেয়ারম্যান এবং সিনিয়র জেলা ও দায়রা জজ আজিজ আহমদ ভূঞা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র জেলা জজ মুরাদএ মাওলা সোহেল, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রবিউল আলম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলাম, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক এডভোকেট এস এম বজলুর রশিদ মিন্টু, জেলা পিপি এডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মহানগর পিপি এডভোকেট আব্দুর রশিদ, সংরক্ষিত কাউন্সিলর জেসমিন পারভীন জেসি, মানবাধিকার কর্মী এবং ইলমার প্রধান নির্বাহী জেসমিন সুলতানা পারু, লিগ্যাল এইড প্যানেল আইনজীবী এডভোকেট জাফর ইকবাল।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা লিগ্যাল এইড অফিসার মুহাম্মদ ইব্রাহীম খলিল ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী মো. শরিফুল ইসলাম।

পূর্ববর্তী নিবন্ধজাতিসংঘের তিন বিশেষজ্ঞের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে বাংলাদেশ
পরবর্তী নিবন্ধছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যা, আহত ২