শতপর্বে ‘সিটি লাইফ’

| শুক্রবার , ১৭ জানুয়ারি, ২০২৫ at ৬:১৮ পূর্বাহ্ণ

এক ঝাঁক অভিনয়শিল্পী নিয়ে গেল বছরের মে মাসের প্রথমদিন থেকে মাছরাঙা টেলিভিশনের পর্দায় এই নাটকের প্রচার শুরু হয়েছিল। বিজ্ঞপ্তিতে মাছরাঙা জানিয়েছে, প্রতি সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় ‘সিটি লাইফ’ প্রচার হয়। বৃহস্পতিবার আসছে নাটকের ১০০ তম পর্ব। শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। খবর বিডিনিউজের।

সিটি লাইফ’ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়ম, পাভেল, তানজিম হাসান অনিক, মুকিত জাকারিয়া, মিলি বাসার, আব্দুল্লাহ রানা, শামীমা নাজনীনসহ অনেকে।

নাটকের গল্পে দেখা গেছে, ভালো একটি জীবনের আশায় গ্রামের সম্পত্তি বিক্রি করে তিন সন্তান নিয়ে ঢাকায় থিতু হন মোর্শেদ মাহমুদ ও তার স্ত্রী রেনু। ঢাকায় আসার পর এই দম্পতির তিন সন্তানের স্বভাব দ্রুত বদলাতে থাকে, সংসারে আনে নিত্যনতুন অশান্তি। এসব ঘটনা নিয়ে গল্প নাটকের গল্প এসেছে একশ পর্বে। পরিচালক রাজু বলেন, পারিবারিক সুখশান্তির প্রেক্ষাপট নিয়েই গল্প। যুগের সাথে তাল মেলাতে গিয়ে অনেক সন্তানই বখাটে হয়ে যায়।

মাবাবাকে দুশ্চিন্তায় ফেলে। তাদের জন্য সুন্দর সুখের সংসার নষ্ট হয়ে যায়। যেটি এখনকার অনেক পরিবারের নিত্যনৈমিত্তিক ঘটনা। পারিবারিক গল্পের নাটকের সঙ্গে জীবনের মিল পাওয়া যাচ্ছে বলেই দর্শক ‘সিটি লাইফ’ পছন্দ করছে বলে মনে করেন রাজ।

পূর্ববর্তী নিবন্ধজয় দিয়েই চট্টগ্রাম পর্ব শুরু বরিশালের
পরবর্তী নিবন্ধআমার মতো ফাটিয়ে প্রেম কেউ করেনি, তাই কোটা শেষ : পরীমণি