শতদল-সিটি কর্পোরেশন নিষ্প্রাণ ড্র

প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগ

ক্রীড়া প্রতিবেদক | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:৩৬ পূর্বাহ্ণ

এবারের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে এখনো জয়ের মুখ দেখেনি শতদল ক্লাব এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশ। স্টেডিয়াম পাড়ার দল শতদল ক্লাব টানা তিন ম্যাচেই ড্র করল। অপরদিকে অফিস দল সিটি কর্পোরেশন একাদশ দুটিতে ড্র করার পাশাপাশি হেরেছে একটি ম্যাচে। গতকাল এই দু’দল মাঠে নেমেছিল প্রথম জয়ের সন্ধানে। কিন্তু সেটিও আর হলো না। জয় পেল না শতদল আর সিটি কর্পোরেশন কোন দলই। নিষ্প্রাণ এক ড্রয়ে পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়ে দু’দল। ফলে তিন ম্যাচ শেষে শতদল ক্লাবের পয়েন্ট ৩ আর সিটি কর্পোরেশন একাদশের পয়েন্ট ২। গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আগের দুই ম্যাচে জয় না পাওয়ায় তৃতীয় ম্যাচে দু’দলই এনেছিল একাধিক পরিবর্তন। কিন্তু সে পরিবর্তনও কোন কাজে আসল না। আরো একবার পয়েন্ট হারাতে হলো দু’দলকে।

যদিও ম্যাচের শুরু থেকে দু’দলই আক্রমণ আর পাল্টা আক্রমণে খেলার চেষ্টা করে। বল দখলেও দু’দল ছিল সমানে সমান। আর এমন ম্যাচে সুযোগ আসে কম। কিন্তু দু’একটা সুযোগ আসলে সেগুলোকে কাজে লাগাতে হয়। কিন্তু গতকাল শতদল ক্লাব আর সিটি কর্পোরেশন একাদশ পাওয়া সুযোগকে কাজে লাগাতে পারেনি কেউই। ম্যাচের প্রথমার্ধে এগিয়ে যাওয়ার মত যে সুযোগ পেয়েছিল শতদল ক্লাব সেটা প্রতিহত হয় বারে লেগে। ম্যাচের ৩২ মিনিটের ঘটনা। সিটি কর্পোরেশন একাদশের ডি বক্সের সামনে ফ্রি কিক লাভ করে শতদল ক্লাব। রহিমের নেওয়া সে কিক সাইডবারে লেগে প্রতিহত হলে এগিয়ে যাওয়া হয়নি শতদল ক্লাবের। প্রথমার্ধে বলতে গেলে সেটাই ছিল ম্যাচের একমাত্র সুযোগ।

দ্বিতীয়ার্ধেও দু’দল তেমন কোন সুযোগ তৈরি করতে পারেনি। যদিও এই অর্ধের ২৮ মিনিটে এগিয়ে যেতে পারতো সিটি কর্পোরেশন একাদশ। ডান প্রান্ত থেকে জাফর ইকবালের ক্রসে বক্সে থাকা জাহাঙ্গীর পা লাগাতে পারলে গোল হতেও পারতো। কিন্তু জাহাঙ্গীর সেটা পারেননি। ৩২ মিনিটে এগিয়ে যেতে পারতো শতদল ক্লাবও। বামপ্রান্ত থেকে রহিম উদ্দিনের কর্নার কিক থেকে উড়ে আসা বলটি গোলে ঢোকার মুহূর্তে অসাধারণ দক্ষতায় কর্নারের বিনিময়ে দলকে রক্ষা করেন সিটি কর্পোরেশন একাদশের গোলরক্ষক। এরপর দু’দলই খেলেছে এলোমেলো ফুটবল। আর তাতে ফল যা হওয়ার তাই হয়েছে। পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে দু’দল। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শতদল ক্লাবের মো. রহিম উদ্দিন। তার হাতে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর এ এস এম ইকবাল মোর্শেদ।

আজকের খেলায় মুখোমুখি হবে কোয়ালিটি স্পোর্টস ক্লাব এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ক্রীড়া সংস্থা একাদশ। খেলাটি শুরু হবে বিকেল সোয়া তিনটায়।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ মিশনে ভারত গেল বাংলাদেশ দল
পরবর্তী নিবন্ধজলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্ক নয় সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের